মৈশামূড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়

  • আমাদের মিশন এবং ভিশন

    আমাদের মিশন : সকল ছাত্র/ছাত্রীদের জন্য উপযোগী আধুনিক, বিজ্ঞানসম্মত ও পরিবেশ বান্ধব শিক্ষা নিশ্চিত করা। আমাদের ভিশন : সকল ছাত্র/ছাত্রীদের জন্য উপযোগী আধুনিক, বিজ্ঞানসম্মত ও পরিবেশ বান্ধব শিক্ষা নিশ্চিত করে; দক্ষ, অভিযোজন সক্ষম উৎপাদনমুখী বিশ্বনাগরিক তৈরীতে অগ্রণী ভূমিকা রাখা।

  • আমাদের বৈশিষ্ট্যসমূহ (Our Features:)

    ০১. দক্ষ পরিচালনা পর্যদ এবং বিশিষ্ঠ উপদেষ্টা দ্বারা পরিচালিত (Managed by the efficient Board of Directors and the Expert Advisors)০২. সুপরিসর খেলাধূলার মাঠ।(Fields of the Great Sports)০৩. শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, আক্ষরিক ও মানবিক করে গড়ে তোলার জন্য বিশেষ কার্যক্রম।(Special programs for making the students physically, mentally, literate and human.)০৪. ক্লাসের পড়া ক্লাসে সম্পন্ন ও অতিরিক্ত Tutorial Class. (Completed classes in class and additional Tutorial Class.)০৫.গণিত ও ইংরেজি বিষয়ে অতিরিক্ত Tutorial Class. (Additional Tutorial Class in Mathematics and English)০৬. শিক্ষার্থীর যাবতীয় কার্যক্রম স্কুল কতৃক মনিটরিং।(Monitoring of all activities of the school by the school)০৭. নিয়ন্ত্রিত শৃঙ্খলা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা।(Regulated discipline and strict security measures)০৮. বিষয়ভিত্তিক শিক্ষক/শিক্ষিকা।(Subject-based teacher / teacher)০৯. শিক্ষার্থীরস্কুলে পাঠ সম্পন্ন ছাড়াও শিক্ষার্থীকে সৃজনশীল, শৃঙ্খলাবদ্ধ, স্বনির্ভর ও মার্জিত করে গড়ে তোলার জন্য বিশেষ কার্যক্রম। (Apart from completing lesson in the student's school, special programs for creating a creative, disciplined, self-reliant and elegant student)১০. পাঠাগার সুবিধা (Library facilities) ।১১. অনলাইনে ছাত্র হাজিরা গ্রহন (Online student attendance)।১২. ছাত্র অনুপস্থিত থাকতে SMS এর মাধ্যমে অভিভাবককে অবগত করা হয় (The guardian is informed by SMS for the absence of the student)।

Image